ফের হারের স্বাদ পেল লিটনহীন কলকাতা
জয়ের ছন্দ খুঁজে পেয়েও ধরে রাখতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। হার দিয়ে আইপিএলের চলতি আসর শুরু করে কেকেআর। মাঝে টানা দুই ম্যাচ জিতলেও ফের হারের বৃত্তে কলকাতা। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও হারের স্বাদ পেল লিটনহীন দলটি।
আজ রোববার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয় ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এটি এবারের আসরে তাদের দ্বিতীয় জয়। এই ম্যাচেও কলকাতা একাদশে সুযোগ পাননি ওপেনার লিটন দাস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জগদীশ সেনকে হারায় কলকাতা। দলীয় ১১ রানের মাথায় রানের খাতা না খুলেই বিদায় নেন এই ওপেনার। তার বিদায়ের পর ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ সাময়িক চাপ সামাল দেন। তবে বড় জুটি গড়ার আশা দেখিয়ে হতাশ করেন গুরবাজ। গত ম্যাচে শূন্য রানের পর এই ম্যাচে ৮ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
তার বিদায়ের পর ব্যাটিংয়ে এসে থিতু হতে পারেননি অধিনায়ক নিতিশ রানা। দলীয় ৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৫ রান করে ফিরে যান রানা। তবে দ্রুত দুটি উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান ভেঙ্কটেশ। শারদুল ঠাকুরকে নিয়ে ভালোভাবেই চাপ সামাল দেন বাঁহাতি এই ব্যাটার। দলীয় ১২৩ রানে শার্দুল বিদায় নিলেও খুব বেশি সমস্যা হয়নি কলকাতার। মিডল অর্ডারদের সঙ্গে নিয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ভেঙ্কটেশ। আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস। এরপর মিডল অর্ডার ব্যাটাদের দৃঢ়তায় ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কলকাতা। মুম্বাইয়ের হয়ে হৃত্বিক দুটি উইকেট নেন।
১৮৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। মাত্র ৫ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৬৫ রান। ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন অধিনায়ক রোহিত। তবে তার বিদায়ের পর আরেক ওপেনার ইশানও খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২৫ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
তার বিদায়ের পর তিলক বার্মাকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে তোলেন সুর্যকুমার যাদব। মূলত এই দুইজনের জুটিতেই জয়ের পথ সহজ করে মুম্বাই। দলীয় ১৪৭ রানে তিলক বিদায় নিলেও টিম ডেভিডকে নিয়ে বাকি কাজটা সারতে খুব বেশি বেগ পোহাতে হয়নি যাদবের। ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে বিদায় নেন যাদব। শেষমেশ ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই। কলকাতার হয়ে সুয়াশ ২টি উইকেট নেন।