পুঁচকে গেতাফে আটকে দিল বার্সাকে
লা লিগায় দুর্দান্ত খেলছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে হঠাৎই ছন্দপতন। রিয়াল কিংবা আতলেতিকো নয়, ‘পুঁচকে’ গেতাফের সঙ্গে ম্যাড়মেড়ে খেলে জিততে পারল না বার্সা। ম্যাচের ফল গোলশূন্য ড্র। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সা।
গতকাল রোববার (১৬ এপ্রিল) গেতাফের ঘরের মাঠে ম্যাচের আধঘণ্টার মধ্যেই এগিয়ে যেতে পারত বার্সা। তবে ভাগ্য সহায় হয়নি কাতালানদের। ম্যাচের ২৫তম মিনিটে একই সময়ে একবার নয়, দুইবার পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফ্রি কিক থেকে বল পান পোলিশ তারকা লেভানদোভস্কি। তার বাড়ানো বলে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা বল জালে জড়াতে পারেনি। গোলপোস্টে লেগে ফিরে আসে বল। ফিরতি শট নেন অ্যালেক্স বালদে, গোলপোস্ট তখনও খালি ছিল। কিন্তু তার শট একই পোস্টে আঘাত করে। এমন সহজ সুযোগ হাতছাড়ায় হতাশ হয় বার্সা।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডানদিক থেকে সার্জিও বুসকেটসের ক্রসে গোলমুখে শট নিলেও তা রুখে দেন গেতাফে গোলরক্ষক। যার ফলে হতাশ হয়েই বিরতিতে যেতে হয় বার্সাকে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে গাভির হেড প্রতিহত করেন মিলা। পরক্ষণেই বল পেয়ে যান ফ্রাঙ্ক কেসি, তার ভলি রুখে দিয়ে দলকে ফের একবার রক্ষা করেন গেতাফে গোলরক্ষক সরিয়া।
গোলের আশায় ৬৮তম মিনিটে জোড়া পরিবর্তন আনে বার্সেলোনা। জর্দি আলবা ও ফ্রাঙ্ক কেসিয়ের জায়গায় মাঠে আসেন ফেররান তোরেস ও আনসু ফাতি। এতক্ষণ ফরোয়ার্ড হিসেবে খেলা বালদে ফিরে যান ডিফেন্সে।
এরপর ম্যাচের ৭৫তম মিনিটে রাফিনহার ফ্রি কিক স্বাগতিকদের বক্সের জটলার মধ্যে লেগে ফিরে আসে। ব্রাজিলিয়ান ডানপ্রান্ত থেকে বল নিয়ে দূরের পোস্টে শট নেন, এযাত্রায় সরিয়া ডাইভ দিয়ে তা কর্নার বানান।
খেলা শেষ হওয়ার চার মিনিট আগে অল্পের জন্য বার্সাকে গোল দিতে পারেনি গেটাফে। প্রতি আক্রমণে গিয়ে পোর্তু বক্সের মধ্যে বল পাঠান। রোনাল্ড আরাউজোর পায়ে লেগে মায়োরালের কাছে পড়ে। তিনি গোলমুখে শট নেন, দূরের পোস্ট ঘেঁষে বল বাইরে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
লা লিগা পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্টে লিড নেওয়ার লক্ষ্য পূরণ হলো না বার্সার। আগের দিন কাদিজকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান ১০ পয়েন্টে কমায় রিয়াল মাদ্রিদ। বার্সা ড্র করায় সেটা বেড়ে দাঁড়াল কেবল ১১ পয়েন্টে। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। সমান খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। গেটাফে লা লিগায় টানা ষষ্ঠ ম্যাচ অপরাজেয় থাকল।