সব কালা কানুন বাতিল করাব : আব্বাস
যুবদলের যেকোনো ‘বড়’ আন্দোলনে অংশ নিয়ে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একইসঙ্গে বলেছেন, সব কালাকানুন বাতিল করা হবে। আজ সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কানে লেডিস ক্লাবে যুবদলের ইফতার মাহফিলে তিনি এসব কথা দেন। সংগঠনের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু অনুষ্ঠানে সভাপতিত্ব করে।
আব্বাস বলেন, ‘৯০ থেকে যত আন্দোলন হয়েছে, যুবদলের ভালো ভূমিকা ছিল।’ তিনি বলেন, ‘আমরা এই সরকারের পতন ঘটাব। যত কালা কানুন আছে, তা বাতিল করাব। আমার বয়স হয়েছে, তারপরও কথা দিচ্ছি, আমাকে এখন ডাকা হলে যুবদলের যেকোনো বড় আন্দোলনে অংশ নেব।’
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল, গিয়াস উদ্দিন মামুন, মোহাম্মদ দুলাল প্রমুখ।
এ ছাড়া কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ ইফতার মাহফিলে যোগ দেন।