বিপদে থাকা মুস্তাফিজরা এবার চুরির শিকার
আইপিএলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। কোনো ভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা দলটি। টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে পন্টিংয়ের দল। এমন দুঃসময়ে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে চুরির ঘটনা। লক্ষ লক্ষ টাকার ক্রিকেটসামগ্রী হারিয়েছেন তারা।
আজ বুধবার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৫ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলেছিল দিল্লি। ওই ম্যাচে ২৩ রানে হারে দিল্লি। এরপর বেঙ্গালুরু থেকে ফেরার সময় চুরির শিকার হয় দিল্লির খেলোয়াড়রা।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচশেষে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন মুস্তাফিজ-ওয়ার্নাররা। তবে দিল্লিতে নিজেদের হোটেল রুমে পৌঁছে নিজেদের কিটব্যাগ খুলে রীতিমত অবাক হয়ে যায় ক্রিকেটাররা। কারণ তার কিট ব্যাগ থেকে উধাও লক্ষ লক্ষ টাকার ক্রিকেটসামগ্রী। পরে খোঁজ নিয়ে জানা যায়, দিল্লির ক্রিকেটাররা মোট ১৬টি ব্যাট, প্যাডসহ অন্যান্য ক্রিকেটসামগ্রী হারিয়েছেন।
যার মধ্যে ক্রিকেটার ইয়াশ দুলের ৫টি ব্যাট, ৩টি ফিল সল্টের, ৩টি ওয়ার্নারের ও ২টি মিচেল মার্শের। এছাড়াও আরও কিছু ক্রিকেটার তাদের জুতা, গ্লাভসসহ অন্যান্য সামগ্রী হারিয়েছে। এই ঘটনায় কোনোমতে মঙ্গলবারের অনুশীলন সেশন পরিচালনা করেছে দিল্লি। কয়েকজন ক্রিকেটার পরবর্তী ম্যাচের আগেই তাদের এজেন্টদের কাছে নতুন ব্যাট চেয়েছেন।
দিল্লি ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্রিকেটারা এমন ঘটনায় রীতিমত ধাক্কা খেয়েছে। এইরকম ঘটনা এই প্রথম ঘটেছে। আমরা এই বিষয়ে লজিস্টিক ডিপার্টমেন্ট, পুলিশ এবং বিমানবন্দর কৃর্তপক্ষের কাছে তদন্ত করার আবেদন করেছি।
সাধারণত আইপিএলের দলগুলো তাদের কিটব্যাগ এবং অন্যান্য সামগ্রী আনা-নেওয়ার কাজে বিভিন্ন লজিস্টিক কোম্পানির সাহায্য নিয়ে থাকে। ক্রিকেটারদের হোটেল রুম থেকে তাদের সামগ্রীগুলো স্টেডিয়াম পর্যন্ত নেওয়া এবং ম্যাচশেষে সব গুছিয়ে আবার হোটেলে নিয়ে আসার দায়িত্ব পালন করে ওই কোম্পানিগুলো।