টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদসামগ্রী পেল ৯০০ দরিদ্র পরিবার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯০০ পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেন।
সেনাবাহিনীর ঈদ উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল ও তেল।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লে. কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯০০ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরও ভাল কাটবে।