বিদেশিদের কাছে ধরনা দেওয়া দেশবিরোধী কাজ : তথ্যমন্ত্রী
বিদেশিদের কাছে ধরনা দেওয়ারা দেশবিরোধী কাজ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘দেশের সরকার পরিবর্তনের এখতিয়ার বিদেশি কোনো রাষ্ট্রের নেই। এটি তাদের কাজও নয়। সরকারকে বিদায় দেওয়ার দায়িত্ব বা এখতিয়ার রয়েছে শুধু এ দেশের জনগণের। যারা ক্ষণেক্ষণে দেশের বিষয়ে বিদেশিদের কাছে ধরনা দেয়, তাদের হাতে পায়ে ধরে, তারা দেশবিরোধী কাজ করছেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদেরকেই সমাধান করতে হবে। অতীতেও আমরাই সমাধান করেছি। বিএনপির কোনো বক্তব্য থাকলে তারা নির্বাচন কমিশনে বলতে পারে। তারা সরকারের সঙ্গে কথা বলতে চাইলে সেটাও তারা বলুক। কিন্তু, বিদেশিদের কাছে গিয়ে আমাদের বিষয়াদি নিয়ে ধরনা দেওয়া দেশবিরোধী কাজ।’
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “আমরা তাদেরকে পেছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছি। পাকিস্তানিদের অনেকেই আমাদের স্বাধীনতাযুদ্ধের পর বলেছিল, ‘ভুখা বাঙালি চলে গেছে, খুব ভালো হয়েছে’। আজ সেই দেশটির জনগণ, রাজনীতিবিদরা, এমনকি প্রধানমন্ত্রীও আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’