বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ছাড়াল
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৮৩৭ জন এবং মৃতের সংখ্যা ৬৮ লাখ ৬০ হাজার ২০২ জনে পৌঁছেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৭৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে ১১ লাখ ৫৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৯৩ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৪৫ জনে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাতজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ১৬১ জনে পৌঁছেছে। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।