ভেঙে পড়ল ঢাকা-ময়মনসিংহ রোডের বেইলিসেতু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বেইলিসেতু ভেঙে একটি লড়ির মালামাল নদীতে পড়ে গেছে এবং লড়ির নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। এ সময় আহত হয়েছে দুজন। আজ বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চারলেন সড়কে চেলেরঘাটে দুটি সেতুর মধ্যে বেইলিসেতুটি ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ওজনের লড়িটি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় বেইলিসেতুর মাঝখানে পৌঁছালে বিকট শব্দ করে ধসে পড়ে। তখন বেইলি সেতুতে থাকা আরেকটি প্রাইভেটকার লড়ির নিচে চাপা পড়ে। এ সময় প্রথমে এলাকাবাসী পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পাশে আরেকটি সেতু থাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল।