বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজের দাম কমল
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট প্যাকেজের দাম কমানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, স্বল্প ব্যয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ২১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন প্যাকেজের মূল্য কমানো হয়েছে। প্যাকেজের দাম গড়ে প্রায় ৩৫% কমেছে। একই সঙ্গে ডাটা লিমিট বা ভলিউম-ভিত্তিক আগের সব প্যাকেজ বিলুপ্ত করা হয়েছে।
বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ এ কথা জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিটিসিএলের টেলিফোনে কথা বলা ও একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন আনা হচ্ছে।
নতুন প্যাকেজে বিকিউব ইনফিনিটি (২৫৬ কেবিপিএস) ৪৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, বিকিউব ইনফিনিটি (৫১২ কেবিপিএস) ৭৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, বিকিউব ইনফিনিটি (১ এমবিপিএস) ১১৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং বিকিউব ইনফিনিটি (১.৫ এমবিপিএস) ১৬০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিটিসিএল জানিয়েছে, ডাটা লিমিট বা ভলিউম বেজড আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের সুপার সেভার গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাকেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিট বিকিউব প্রিমিয়াম গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের সীমাহীন ডাটার সুবিধা দেওয়া হবে।