কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন রায়হান
কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খুলনার ফুলতলা উপজেলার শিক্ষার্থী রায়হান শেখ। গতকাল রোববার (৩০ এপ্রিল) খুলনা জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেন মানবিক বিভাগের এই শিক্ষার্থী।
জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।
খুলনা জেলা কারাগারের জেলার মো. এনামুল কবির বলেন, ‘নারী ও শিশু নির্যাতন মামলায় এক মাস ধরে কারাগারে রয়েছেন রায়হান। পরীক্ষা দিতে তিনি আদালতে আবেদন করেছিলেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি ফুলতলা উপজেলার শিক্ষার্থী। কারাগার থেকে পরীক্ষা কেন্দ্র দূরে হওয়ায় খুলনা জিলা স্কুল থেকে তার পরীক্ষার প্রশ্ন ও খাতার ব্যবস্থা করা হয়েছে।’
এ বছর খুলনা মহানগরী ও জেলার ৯০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৬১৭ জন।