বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই শহীদ মিনারে হামলা
বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় শহীদ মিনারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের সময় সরকারি এজেন্টরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী। এ সময় তিনি আরো অভিযোগ করেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যা করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে তাঁর সার্বিক নিরাপত্তা বিধান করতে পুলিশ ও র্যাবপ্রধানদের কাছে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন তাঁর গুলশানের বাসভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসা পর্যন্ত পুলিশ বারবার বাধা দিয়েছে। গুলশানে তাঁর বাসভবনের সামনেই পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে।’
রুহুল কবীর রিজভী আরো বলেন, খালেদা জিয়ার গাড়িবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি এলে পুলিশ দুই জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এ ঘটনায় প্রায় ৫০ জনের অধিক বিএনপি নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন।