কলকাতা ম্যাচ জেতেনি, আক্ষেপে বললেন ব্রায়ান লারা
শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের জিততে প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এটুকুও কঠিন করে ফেলেন হায়দরাবাদের জন্য। তিন রানের বেশি দেননি বরুণ, নেন এক উইকেট। কলকাতা তুলে নেয় ৫ রানের জয়। এত কাছে গিয়ে হার মেনে নেওয়া কষ্টকর। সেই দুঃখে হায়দরাবাদ কোচ ব্রায়ান লারা বলেই ফেললেন, কলকাতা নাকি এই ম্যাচ জেতেনি!
গতকাল বৃহস্পতিবার (৪ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিংবদন্তি লারা বলেন, ‘কলকাতা ম্যাচ জেতেনি, বরং আমরা ম্যাচটা হেরে গেছি। পাওয়ার প্লেতে আমরা একের পর এক উইকেট হারাতে থাকি। এটি ভীষণ খারাপ দিক। আমরা জয়ের খুব কাছাকাছিই ছিলাম।’
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৬৬ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৫ রানের জয়ে শেষ চারের স্বপ্ন জিইয়ে রাখল কলকাতা।
ম্যাচ হারের কারণ হিসেবে লারা মনে করেন, ‘বড় জুটি গড়তে হতো আমাদের। আমাদের উচিত ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা। কিন্তু আমরা দ্রুত দুটো উইকেট হারিয়ে ফেলি। যা আমাদের চাপে ফেলে দেয়।’
শেষ ওভারে ম্যাচ জেতানো স্পিনার বরুণ ম্যাচে ৪ ওভারে ২০ রান দেন। মাত্র এক উইকেট পেলেও তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েন হায়দরাবাদের ব্যাটাররা। তবে লারা তা মানতে নারাজ। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা স্পিনের বিরুদ্ধে দূর্বল নয়। সুনিল নারিন, বরুণ চক্রবর্তীরা বিশ্বমানের বোলার। আমরা চাপ সামলাতে পারিনি।’