ইউক্রেনীয় এমপির মারধরের শিকার রুশ কর্মকর্তা
কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলন চলছিল তুরস্কের রাজধানী আঙ্কারায়। সম্মেলন যোগ দিয়েছিল রাশিয়ার প্রতিনিধি ও ইউক্রেনের এক আইনপ্রণেতা (এমপি)। সেখানেই ইউক্রেনীয় আইনপ্রণেতার মারধরের শিকার হলেন ওই রুশ প্রতিনিধি। ইউক্রেনের পতাকা ছিনিয়ে নেওয়ায় রুশ প্রতিনিধির ওপর আগ্রাসন চালান ওই ইউক্রেনীয় এমপি। আজ শুক্রবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গতকাল বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনোমিক কোঅপারেশন (পিএবিএসইসি) ৬১তম সম্মেলন চলাকালে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় এমপি ওলেকসান্দ্রার মারিকোভেস্কি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করছেন। এর মধ্যেই অজ্ঞাতনামা এক রুশ প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে ইউক্রেনের পতাকাটি ছিনিয়ে নেন। এরপরেই সেখান থেকে হেঁটে চলে যেতে থাকেন ওই রুশ প্রতিনিধি।
এ সময় ওই রুশ প্রতিনিধির পিছু নেন মারিকোভেস্কি এবং তাকে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। মুহূর্তে সেখানে উপস্থিত হন অন্যান্য কর্মকর্তারা। তবে, এর আগেই নিজের দেশের পতাকা ছিনিয়ে নেন ইউক্রেনীয় এমপি।
মারিকোভস্কি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন , ‘আমাদের পতাকায় হাত দেওয়া থেকে দূরে থাক।’
৩০ বছর আগে পিএবিএসইসি জোটটির সৃষ্টি হয়। এতে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই সদস্য। এই জোটের প্রধান উদ্দেশ্য কৃষ্ণ সাগরীয় অঞ্চলকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া।