উদারতা দেখিয়ে বিপাকে হলান্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আলিং হলান্ড। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তরুণ এই ফুটবলার। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও তার ওপর বিরক্ত ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। কিন্তু কেন? কী এমন করেছেন হলান্ড।
গতকাল শনিবার (৬ মে) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ইকাই গুন্দোয়ানের জোড়া গোলে সহজ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পোক্ত করেছে সিটিজেনরা। তবে এমন জয়ের ম্যাচেই কিনা উদারতা দেখাতে গিয়ে বিপাকে হলান্ড।
লিডসের বিপক্ষে ম্যাচে দুই গোল করা গুন্দোয়ানের সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক করার। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি পায় ম্যানসিটি। সবসময় হলান্ড নিলেও এই ম্যাচে পেনাল্টি নিতে দেওয়া হয় গুন্দোয়ানকে। কারণ তার সতীর্থরা চাইছিলেন সে যাতে হ্যাটট্রিকের স্বাদ নিতে পারে।
আর এমন উদারতা মোটেও পছন্দ হয়নি গার্দিওলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘যদি গুন্দোয়ান গোল করত, তাহলে ঠিক ছিল। তবে সেটা তো হয়নি। যেহেতু সবসময় হলান্ড নেয়, তাই তারই নেওয়া উচিত ছিল। আর আপনাকে ম্যাচের পরিস্থিতি বুঝতে হবে। আমরা ২-১ এ এগিয়ে ছিলাম। আর তখন এইরকম করা ঠিক হয়নি। কারণ যদি লিডস আরেকটি গোল দিয়ে দিত তাহলে স্কোরলাইন হতো ২-২। যার ফলে আমাদের পয়েন্ট ভাগাভাগি করতে হবে’।