রাজস্থানে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩
ভারতের রাজস্থানের একটি গ্রামে নিজেদের বাড়ির ওপর ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (৮ মে) সকালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনডিটিভির।
বিমানটি রুটিন অনুশীলনের জন্য সুরাতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এরপর এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়।
পাইলট সময়মতো প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে বের হতে পেরেছিলেন এবং তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বলেছে, পাইলট সামান্য আঘাত পেয়েছেন এবং তাকে উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর টুইটার পোস্টে বলা হয়, ‘আজ (সোমবার) সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
পুলিশ জানায়, বিমান দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিকানের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ওম প্রকাশ বলেন, ‘পাইলট মানুষের প্রাণহানি এড়াতে সব রকমের চেষ্টা করেছিলেন এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করান।’
গত জানুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছিল, যার ফলে একজন পাইলট নিহত হয়েছিলেন।