সিলেটে জঙ্গি সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন ওরফে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (৯ মে) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
আ ন ম ইমরান খান বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেটের র্যাব-৯-এর সদর দপ্তরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।