শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যু : তিনজনের বিরুদ্ধে মামলা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতি মৃত্যুর ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার (৮ মে) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম।
মামলায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের নুহু মিয়া এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়।
গত শুক্রবার (৫ মে) ভোরে কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকার ধানক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু ঘটে। হাতির মরদেহে বৈদ্যুতিক তার জড়ানো এবং পোড়া দাগ দেখা যায়।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, ‘আসামি নুহু মিয়ার ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ফলেই হাতিটির মৃত্যু ঘটেছে। তাই তার নামে মামলা করা হয়েছে।’
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, ‘মামলাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’