প্রাথমিকে উপবৃত্তি ও টিফিনের দাবিতে মানববন্ধন শিক্ষকদের
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে উপবৃত্তি ও টিফিন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বুধবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর সেই শিক্ষাদানের প্রথম ধাপের কাজটা করে থাকেন প্রাথমিক শিক্ষকরা। কিন্তু, সেই শিক্ষকদের অধিকার আদায়ে সারা বছর রাজপথে থাকতে হয়, যা একটি দেশের জন্য মোটেও কাম্য নয়।
তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু, পরিতাপের বিষয়, যোগ্যতা থাকার পরও চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। ফলে, এসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ভাতা সুবিধা এবং শিক্ষার্থীরা উপবৃত্তি ও টিফিন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
মানবন্ধনে শিক্ষকরা আরও বলেন, গত ১৮ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার বিদ্যালয় স্থাপনের একটি প্রকল্প প্রস্তাব করা হয়। অথচ, ওই সব এলাকায় থাকা চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলমান আছে। পাশাপাশি ওই বিদ্যালয়গুলোর জায়গাজমি, খাজনা খারিজ সরকারের নামে হস্তান্তর করা হয়েছে। তাই এক হাজার প্রকল্পের পরিবর্তে ওই সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিন প্রদানের দাবি জানাই।
শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ. স. ম জাফর ইকবাল ও সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি শাহনাজ পারভীন, মোহাম্মদ আলী লিটন, প্রচার সম্পাদক নাসির প্রমুখ।