বরিশালে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা।
আজ রোববার (১৪ মে) দুপুর ১২টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, মহানগর যুবলীগনেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবির, অ্যাডভোকেট লস্কর নূরুল হক প্রমুখ।
মনোনয়নপত্র জমা দিয়ে আফজালুল করীম বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবত) পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। রিটার্নিং অফিসার আমাদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সব আচারণবিধি মেনে কাজ করব।’
রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির বলেন, ‘আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিন জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।
রিটার্নিং অফিসার আরও বলেন, ‘বিগত দিনে নির্বাচনে কী হয়েছে, না হয়েছে—সেটা দেখার বিষয় নয়। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরের দিন প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোট গ্রহণ হবে।