রাজধানীতে বৃষ্টিস্নাত সকাল, স্কুল ও অফিসে যেতে ভোগান্তি
ঋতুচক্রে এখন চলছে গ্রীষ্মকাল। আষাঢ়ের বর্ষা আসতে এখনও মাসখানেক বাকি। এর মধ্যেই প্রকৃতিতে এসেছে বর্ষার আমেজ। এ সময়ে আবহাওয়ার পূর্বাভাস ছিল ঝড়ো হাওয়াসহ বৃষ্টির। আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। রাজধানীর বিভিন্ন এলকায় মধ্য ও শেষরাতে এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর থেমে থেমে ঝড়ো হাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে অবিরাম। ভোর ৬টার পর আবারও শুরু হলো তুমুল বৃষ্টি। শীত শীত অনুভূত হলেও বিছানা থেকে উঠে স্কুলের শিক্ষার্থীদের ও কর্মস্থলে যাওয়ার জন্য বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। কিন্তু বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কাজের।
রাজধানীর সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ছাতা হাতে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে করে যে যার মতো ছুটছে নিজনিজ গন্তব্যস্থলে। তবে বৃষ্টিতে ভোগান্তিও অনেক। অফিসগামী মানুষদের জন্য ঠিকমতো যানবাহন পাওয়া ছিল কষ্টকর।
আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।