নায়ক বনে গেছেন রেফারিকে লাল কার্ড দেখানো ফুটবলার
ফুটবল মাঠে অভূতপূর্ব এক ঘটনারই জন্ম দিয়েছিলেন সালিহ দারসুন। সতীর্থকে লাল কার্ড দেখানোর প্রতিবাদ জানিয়ে রেফারিকেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তুরস্কের এই ফুটবলার। রেফারির সঙ্গে এমন বিরুদ্ধাচারণের জন্য দারসুনকে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন আশঙ্কা ছিল অনেকের। কিন্তু উল্টো এখন নায়ক বনে গেছেন রেফারিকে লাল কার্ড দেখানো সেই ফুটবলার। গ্যালাতাসারাইয়ের মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরার পর দারসুনকে অভ্যর্থনা জানিয়েছে ত্রাবজোন্সপোরের সমর্থকরা। দারসুনের সমর্থনে হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় মিছিল করেছে শত শত মানুষ।
গ্যালাতাসারাইয়ের বিপক্ষে বিতর্কিত সেই ম্যাচে ৭০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ত্রাবজোন্সপোরের দুই খেলোয়াড়। নয় জনের দল নিয়েও হার এড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল তুরস্কের শীর্ষ লিগের মধ্যম সারির ক্লাবটি। কিন্তু ৮৭ মিনিটের মাথায় বিতর্কিতভাবে ত্রাবজোন্সপোরের আরেক খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এর পরই সেই লাল কার্ড কাণ্ড ঘটান দারসুন। তাঁকেও মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় লাল কার্ড দেখে। সাতজনের দল নিয়ে খেলা শেষ করে ত্রাবজোন্সপোর। ম্যাচটাও তারা হেরে যায় ২-১ গোলে। তবে মাঠে রেফারিকে লাল কার্ড দেখানোর দুঃসাহসের জন্য এখন প্রশংসার জোয়াড়ে ভাসছেন দারসুন। তাঁর সেই লাল কার্ড দেখানোর ছবি দিয়ে একটি টি-শার্টও বিক্রি করছে ত্রাবজোন্সপোর।
তুরস্কের ত্রাবজোন শহরে শত শত মানুষ হাতে লাল কার্ড নিয়ে সমর্থন জানিয়েছেন দারসুনের প্রতি। ক্লাবের চেয়ারম্যান মুহাররেম উস্তা বলেছেন, ‘দারসুন তুরস্কের ফুটবল অঙ্গনকেই লাল কার্ড দেখিয়েছে। এটা বিদ্রোহের প্রতীক না। এটা হলো পুনর্জাগরণের প্রতীক।’ ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘বিদ্বেষ ছড়ানোর’ দায়ে তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি মামলাও দায়ের করা হয়েছে রেফারির বিরুদ্ধে।
তুরস্কের রেফারিদের কেন্দ্রীয় কমিশনের প্রধান কুদ্দুসি মুফতোগলুও দাঁড়িয়েছেন ত্রাবজোন্সপোরের পাশে। তিনি বলেছেন, ‘আমরা ত্রাবজোন্সপোরের হতাশাটা বুঝতে পারছি। আমরা সফল রেফারিদের যেমন পুরস্কার দেই, তেমনি ব্যর্থ রেফারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেই।’ গণহারে লাল কার্ড দেখানোর দায়ে এখন সেই রেফারিকেই শাস্তির মুখে পড়তে হয় কি না, সেটাই দেখার বিষয়।