বাজেটের আগে বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
আসন্ন বাজেটের আগে নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছা ড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে বিদ্যুৎ জ্বালানির দাম সমন্বয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১১ বার এবং খুচরায় বেড়েছে ১২ বার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে চলমান বৈশ্বিক মন্দায় ২০২২ সালে বিদ্যুত খাতে সংকট প্রকট আকার ধারণ করে। জ্বালানি খাতে বিপুল সরকারি ভর্তুকি কমাতে সরকার দফায় দফায় বাড়িয়েছে গ্যাস বিদ্যুতের দাম। তবে, ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, ‘এবছর বাজেটের আগে আপাতত দাম বাড়ানো হবে না।’
শিল্প কারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন নসরুল হামিদ। শিল্প পর্যায়ে গ্যাস সংকট নিরসনে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে গ্যাস সংকট নিরসন হবে।’ বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির দামের সমন্বয়ের কথাও বলেন নসরুল হামিদ।
যেসব শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল বকেয়া রাখার পাশাপাশি অতিরিক্ত গ্যাস ব্যবহার করছে তাদের সেই কাজ থেকে বিরত থেকে সময়মত জ্বালানির দাম পরিশোধের আহ্বানও জানান নসরুল হামিদ।