বিএনপির সার্কাস বহুদিন ধরে দেখে আসছি : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। এগুলো মানুষের কাছে হাস্যরস, কৌতুক ছাড়া আর কিছু নয়। তথ্যমন্ত্রী আজ রোববার (২১ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছে, এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মাঝে মাঝে এক দফায় যায়, আবার কিছুদিন পর আরেক দফা বাড়ে। ওনারা আগেও এরকম দশ দফা, ১২ দফা, ১৪ দফা, ১৭ দফা দিয়েছেন। এগুলো আগেও ঘটেছে। তাদের দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে। নিজেরা ভাগ হয়, দ্বিখণ্ডিত হয়। বিএনপির এধরনের সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। মির্জা ফখরুল সাহেবের সার্কাসও দেশের মানুষ দেখছে। এগুলো মানুষের কাছে হাস্য রস কৌতুক ছাড়া আর কিছু নয়। বিএনপির আন্দোলন কাগুজে বাগ ছাড়া, খালি কলসি বেশি বাজার মতো ছাড়া বেশি কিছু নয়।’
পেঁয়াজের দামের বিষয়ে প্রশ্ন করা হলে হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত, আমাদের দেশে পণ্যের কোনো সংকট নেই। সরকারের কাছে সকল ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। পাশাপাশি ভোগ্যপণ্য আসছেও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কয়েকজন ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় থাকে। কিছু আড়ৎতার মজুদদার অস্বাভাবিক ভাবে অতি মুনাফা লাভের জন্য দাম বাড়ায়। এটি প্রথমতো অনৈতিক, আইনবিরোধী।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কিন্তু মজুদ সংক্রান্ত আইন আছে। সরকার, ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে অনেক কাজ করছে। সেক্ষেত্রে কিছু সুফলও আমরা পেয়েছি। এখনও যারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম অহেতুক বাড়াচ্ছেন, জনগণের ভোগান্তির তৈরি করছেন বা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন, সরকার প্রয়োজনে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’