রাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র লিটনের
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার (২২ মে) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আব্দুল খালেক সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পর সদ্য সাবেক মেয়র লিটন সাংবাদিকদের বলেন, ‘আমরা জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে লড়াই করছি। কোনো প্রার্থীকেই ছোট করে দেখছি না। প্রার্থীদের সঙ্গে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরও খুশি হতাম যদি বিএনপির প্রার্থী থাকত। তারা নির্বাচনে এলে আমরা সমুচিত জবাব দিতে পারতাম।’
খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি নগরবাসীর আরও কিছু আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী পাঁচ বছরে সেগুলো পূরণ করতে চাই। রাজশাহীতে শিল্পায়নের অবস্থা ভালো না ও তেমন কর্মসংস্থানের সুযোগ নেই। সেখানে কীভাবে শিল্পায়ন করা যায়, কর্মসংস্থান বাড়ানো হয়, সেক্ষেত্রে সচেষ্ট থাকব। আমার নির্বাচনি ইশতেহারে ১ নম্বরে থাকবে কর্মসংস্থানের বিষয়টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো, ইব্রাহিম হোসেন প্রমুখ।