আপনার জিজ্ঞাসা
শুধু ফরজ সালাতে ইমামতি করা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯৯ পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আসাদুজ্জামান খান জানতে চেয়েছেন, সুন্নাত আদায় না করে ফরজ সালাতের ঈমামতি করা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সুন্নাত আদায় না করে শুধু ফরজ সালাতের ঈমামতি কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কেউ যদি সুন্নত সালাত আদায় না করেন, এতে তার ফরজ সালাতে ঈমামতি করতে কোনো সমস্যা হবে কি না! না, এতে কোনো সমস্যা নেই। এখানে ফরজ সালাতে ঈমামতি করতে কোনো সমস্যা হবে না। কারণ, ফরজ সালাতই আসল, সুন্নত বাধ্যতামূলক নয়। সুন্নত হলো অতিরিক্ত সালাত বা নফল সালাত। যদি কেউ আগের সুন্নত আদায় না করে ফরজ সালাতে ঈমামতি করতে চান তিনি করতে পারবেন। এটাতে কোনো প্রকার বাধা নেই। এটা ফরজ সালাতের সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা বিষয়গুলোকে কঠিন করে দিচ্ছি। যেমন—যোহরের সালাত হলো ৪ রাকাত। যেটা ফরজ, সেটাই মূলত রাকাত। কিন্তু আমরা আগে-পরে সুন্নতগুলো যুক্ত করে ১২ রাকাত হিসেবে দেখি। এভাবে মিশ্রণ করে আমরা কঠিন করে ফেলি। নিজ নিজ জায়গা সুন্নত-ফরজ গুরুত্বপূর্ণ। এগুলোকে মিশ্রণ না করে ফেলাই উত্তম।