টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কড়া নাড়ছে দরজায়। আগামী ৭ জুন লন্ডনের দি ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। টেস্ট সেরার রাজদণ্ড পেতে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত গতবারের রানার্সআপ, আর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো খেলবে ফাইনাল। তাই বলা যায়, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন রাজত্বের দেখা পেতে যাচ্ছে ক্রিকেট দুনিয়া। আর পুরস্কার হিসেবে কত টাকা পাবে এবারের সেই শিরোপাজয়ী দলটি, তা আজ শুক্রবার (২৬ মে) ঘোষণা করেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে টুর্নামেন্টের মোট প্রাইজ মানির পরিমাণ। মোট প্রাইজ মানির অঙ্কটা ৩.৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪০ কোটি ৭৩ লাখ টাকা। সেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে এর অর্ধেক। অর্থাৎ, আট লাখ ডলার বা আট কোটি ৬০ লাখ টাকা।
টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই পাবে প্রাইজ মানির অংশ। তৃতীয় স্থানে থাকা দল দক্ষিণ আফ্রিকা পাবে চার লাখ ৫০ হাজার ডলার। যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড ও শ্রীলংকা পাবে তিন লাখ ৫০ হাজার ও দুই লাখ ডলার করে।
বাকি চার দলের প্রত্যেকে পাবে এক লাখ ডলার করে। যেখানে নিউজিল্যান্ড ষষ্ঠ, পাকিস্তান সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম ও বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
সব মিলিয়ে মোট প্রাইজ মানি ৩.৮ মিলিয়ন ডলার। গত বছরও একই পরিমাণ ছিল অর্থমূল্য।