হবিগঞ্জে ৪ শিশু হত্যা, আরজুর জবানবন্দি
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি আরজু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
আজ বুধবার বিকেলে হবিগঞ্জের বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে আরজু জবানবন্দি দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁর জবানবন্দি চলছিল।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আসামি আরজু জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছে, সুন্দ্রাটিকি গ্রামের ‘বাগাল পঞ্চায়েতের’ প্রধান আব্দুল আলী বাগালের আনারস বাগানে বসে ৪ শিশুকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে যাবতীয় অর্থের জোগান দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন আসামি আব্দুল আলী। এই পরিকল্পনা মোতাবেক ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশুদের কৌশলে অপহরণ করে আনারস বাগানে নিয়ে ওই দিনই রাতে হত্যা করা হয়। পরে লাশগুলো দুই দিন বাগানে রাখার পর ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে করাঙ্গী নদীর পাশে বালিমাটিতে তাদের লাশ পুতে রাখা হয়।
এর আগে ৪ শিশু হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল ও জুয়েল। তারা হত্যাকাণ্ডে নিজেদের পরিবারের জড়িত থাকার কথা স্বীকার করে অন্য আরো কয়েকজনের নাম প্রকাশ করে।
আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত যেসব আসামির নাম এসেছে গতকাল মঙ্গলবার রাতেও সেসব আসামিকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে মাটিতে পুতে রাখা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।