সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি : এফবিসিসিআই সভাপতি
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এবারের বাজেটে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। আজ শনিবার (২৭ মে) রাত ৮টায় রাজধানীর তেজগাঁওস্থ এনটিভির স্টুডিওতে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ‘কেমন বাজেট চাই' বিশেষ অনুষ্ঠানে মো. জসীম উদ্দিন এ কথা বলেন।
মো. জসিম উদ্দিন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে করোনাপরবর্তী অবস্থা আমরা পৃথিবীর তুলনায় ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি। আমার মনে হয় এখন থেকে আমরা কোভিডের সময় ফিরে যেতে পারলে ভালো হতো। কোভিডের সময় পুরো পৃথিবী যখন বন্ধ ছিল, তখন বাংলাদেশ খোলা ছিল। আমরা সে সময় কল-কারখানা খোলা রেখেছিলাম ও আমাদের রপ্তানির একটা গ্রোথ ছিল।
মো. জসিম আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে গত ৪০ বছরেও আমরা এমন খারাপ সময় দেখিনি। এই খারাপ অবস্থা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই রয়েছে। আমরা যেখানে প্রোডাক্ট বিক্রি করি, তার মধ্যে আমেরিকা, ইউরোপের কনজিউমারদের সেল কমে গেছে ২০ শতাংশ। এখন ডিমান্ড সাইটে যখন সমস্যা হয়, তখন সাপ্লাই সাইটে তো সমস্যা হবেই।
জসিম উদ্দিন আরও বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, আমরা নিম্ন আয় থেকে উচ্চ আয়ে যাচ্ছি। ২০৩০ সালে এসডিসি ও ২০৩১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালের উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন রয়েছে। এসব বাস্তবায়নে এবারের বাজেট খুব গুরুত্বপূর্ণ। এগুলো মাথায় রেখে বাজেট করতে হচ্ছে এবং সাথে আমাদের এবার নির্বাচনকালীন সময়; তাই আমাদের সরকার বিষয়টি মাথায় রাখবেন।
মো. জসিম আরও বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এটা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে। যুক্তরাজ্যের মতো দেশ রেশনিং করছে। আমাদের কৃষিখাত খুব ভালো করছে। এখানে, ফুড সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক পণ্য আছে, যেগুলো ইমপোর্ট করতে হয়। এরমধ্যে, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যে যেগুলো ইমপোর্ট করতে হয়, এগুলোর অ্যাডভান্স ট্যাক্স, ভ্যাট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা চাই সাধারণ মানুষকে স্বস্তির মধ্যে রাখা, মূল্যস্ফীতি ঠিক রাখা। আমাদের ডলারের সংকট আছে। আমাদের এক্সপোর্ট সীমিত। আমাদের এক্সপোর্ট এর সাথে আমাদের ইমপোর্টের পার্থক্য রয়েছে। যেহেতু বিশ্ববাজারে দাম বেড়েছে এই কারণে ইমপোর্টের দামও বেড়ে গেছে। এছাড়া, এক্সপোর্টের মাঝামাঝি হলো রেমিটেন্স। এ জায়গাতে আমাদের শর্ট রয়েছে এবং আমাদের অনেক পণ্য রয়েছে ইমপোর্ট না করলেও চলে। এপণ্য গুলো আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি।
জসিম বলেন, এবারের বাজেটে ইমপোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিজের জন্য একটা রোডম্যাপ থাকতে হবে। তাদের সব ‘র’ মেটিরিয়াল ও মেশিনারিজে যেন ছাড় দেওয়া হয় এবং তাদের জন্য যেন ১০ বছরের রোডম্যাপ দেওয়া থাকে। সেখানে ট্যাক্স ও ভ্যাটের বিষয়ে আমাদের ২-৩ বছর পরে যে পরিমাণ ইমপোর্ট করা লাগে সেটা কমানো সম্ভব হবে। ব্যবসায়ীদের জন্য ১০ বছর মেয়াদী রোডম্যাপ করা যেতে পারে।
এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় চলছে কেমন বাজেট চাই। এই অনুষ্ঠানে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।