বাজেটে শিক্ষা খাতে জোড়াল দৃষ্টি দাবি
আগামী পহেলা জুন বাজেট ঘোষণা করবে সরকার। আসন্ন এই বাজেট কেমন হওয়া উচিত, তা নিয়ে এনটিভি কিছু সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত তুলে ধরেছেন কেমন বাজেট চাই অনুষ্ঠানে। তাদের প্রত্যাশা—সরকার শিক্ষাখাতে বিশেষ ঘোষণা দেবেন। তারা বলেছেন, সারা পৃথিবীর শিক্ষকেরা অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের শিক্ষকরা সেভাবে এগোচ্ছে না। এই খাতে জোড়াল দৃষ্টির দাবি জানিয়েছেন মতামত প্রদানকারীরা।
একজন শিক্ষক বলেন, ‘শিক্ষকরা যে পরিমাণ বেতন পান, তা দিয়ে একজন শিক্ষকের মাস চলে না। তারা মনযোগ সহকারে পড়াতে পারছে না। তাদের মনযোগ বাড়াতে শিক্ষকদের বেতন বাড়ানো দরকার।’
একজন নারী শিক্ষক বলেন, ‘পড়ালেখার সরঞ্জামের দাম বেড়ে গেছে। এ ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত।’ আরেক জন মধ্যবয়স্ক ব্যক্তি বলেন, ‘শিক্ষাখাতের বাজেট যেন প্রপার বাস্তবায়ন হতে পারে এবং বাজেট যেন ফাংশনাল হয়।’
মাদ্রাসার উন্নয়নে সরকারের দৃষ্টি দাবি করেছেন অনেকে। ষাটোর্ধ্ব একজন বলেন, ‘প্রাইমারিতে উপবৃত্তি দেওয়া হয়, কিন্তু মাদ্রাসায় উপবৃত্তি দেওয়া হয় না। এবারের বাজেটে এই বৈষম্য দূর করার জন্য সরকারের কাছে দাবি রাখছি।’
অন্য এক ব্যক্তি বলেন, ‘কারিগরি প্রশিক্ষণ প্রাইমারি থেকে বাধ্যতামূলক করে দিলে সুবিধা হবে।’ আরেকজন বলেন, ‘শিক্ষাখাতে যে পরিমাণ বরাদ্দ করা হয়, তা যদি মনিটরিং করা হয়, তাহলে আমরা আসল ফল ভোগ করতে পারব।’
প্রাথমিক বিদ্যালয়ের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন অনেকে। বাজেট প্রশ্নে একজন বলেন, ‘প্রাইমারি লেভেলে থেকে আমাদের সর্বোচ্চ ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। মেধাবী শিক্ষক নিয়োগ দিতে হবে।’