এগিয়ে আসছে খুলনা সিটির ভোট, প্রচার-প্রচারণায় ৩ মেয়র পদপ্রার্থী
খুলনা সিটি করপোরেশনে এগিয়ে আসছে ভোটের দিন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নেমেছেন মাঠে। যাচ্ছেন ভোটারদের কাছে। সঙ্গে আছে পাল্টাপাল্টি অভিযোগও।
আজ রোববার (২৮ মে) আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক অফিস পাড়ায় শুরু করেছেন তার প্রচারণা। সকাল সাড়ে নয়টায় খুলনা বাংলাদেশ ব্যাংক অফিস, টিএনটি অফিসসহ যশোর রোড়ের আশপাশে দলীয় নেতাকর্মীদের নিয়ে করেছেন গণসংযোগ। তিনি নগরীর জলাবদ্ধতাকে প্রধান সমস্যা আখ্যা দিয়ে তার সমাধানের অঙ্গীকার করেন।
এদিন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মধু রূপসা ও খানজাহান আলী রোড় এলাকায় গণসংযোগ করেন। এই সময় তার সঙ্গে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ছিলেন। তিনি অসন্ন ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষাতা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। বলেছেন, ‘ভোটাররা আগে জানতে চাইছে, ভোট কেন্দ্র যেতে পারবে কি না?’
জাপার এই প্রার্থীর অভিযোগ, তার প্রচারণায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ বাধা সৃষ্টি করছে।
অপরদিকে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল আওয়াল বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে তার নির্বাচনী ২৮ দফা ইশতেহার প্রকাশ করেছেন। তিন আশা প্রকাশ করেছেন, যেহেতু গাজীপুর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, খুলনায় তার প্রতিফলন হবে।