এরদোয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন
তুরস্কে দ্বিতীয় দফার ভোটে রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি। নির্বাচনে জয়লাভ করায় প্রেসিডেন্টকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব।
এরদোয়ানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। টুইটারে বাইডেন বলেন, ‘আমি দ্বিপাক্ষিক ইস্যু এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ন্যাটো মিত্র হিসেবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন তুরস্ককে ‘একটি মূল্যবান ন্যাটো মিত্র ও অংশীদার’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি তুর্কি জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে উন্মুখ।’
এরদোয়ানকে অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নির্বাচনে বিজয় তুরস্ক প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ পরিশ্রমের ফলাফল। এ জয় রাষ্ট্রের সার্বভৌমত্বকে শক্তিশালী করতে এবং স্বাধীন পররাষ্ট্রনীতিতে দেশ পরিচালনা করতে আপনার প্রচেষ্টায় তুর্কি জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ।’
পুতিন আরও বলেন, ‘বন্ধুত্বপূর্ণ রুশ-তুর্কি সম্পর্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আপনার ব্যক্তিগত অবদানকে আমরা সাধুবাদ জানাই।’
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গও এরদোয়ানকে নির্বাচনে তার জয়ের জন্য অভিনন্দন জানাতে টুইট করেন। তিনি বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট (এরদোয়ান) আপনি পুনঃনির্বাচিত হওয়ার জন্য। আমি একসঙ্গে আমাদের কাজ চালিয়ে যাওয়ার এবং জুলাইয়ে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য উন্মুখ।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এরদোয়ানকে তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন তিনি।
এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। শুভেচ্ছা বার্তায় তিনি উভয় দেশের জনগণ ও অর্থনীতি কতটা ‘গভীরভাবে জড়িত’, তা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুগুলোকে নতুন উদ্দীপনায় এগিয়ে নিতে চাই।’
এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স ও তুরস্ক এগিয়ে যেতে থাকবে। টুইটারে তিনি বলেন, ‘ফ্রান্স ও তুরস্ককে একসঙ্গে মোকাবেলা করার জন্য বিশাল চ্যালেঞ্জ রয়েছে। ইউরোপে শান্তির প্রত্যাবর্তন, আমাদের ইউরো-আটলান্টিক জোটের ভবিষ্যৎ ও ভূমধ্যসাগর। পুনঃনির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানকে অভিনন্দন জানাই, আমরা এগিয়ে যেতে থাকব।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি ন্যাটো মিত্র হিসেবে একসঙ্গে নিরাপত্তা হুমকি মোকাবিলাসহ যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে ‘শক্তিশালী সহযোগিতা’ অব্যাহত রাখতে উন্মুখ।
তুরস্কের মসনদে আরও পাঁচ বছরের জন্য আসীন হচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল রোববার (২৮ মে) দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন দেশটিতে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান।
তুরস্কের সুপ্রিম নির্বাচন কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রায় সব ভোট গণনা শেষে এরদোয়ান দ্বিতীয় রাউন্ডে রোববার ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট পেয়েছেন।