মাহমুদুল্লাহকে ছাড়াই অনুশীলন ক্যাম্প শুরু বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন মাহমুদুল্লাহ। দেশের মাটিতে আগামী ১৪ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। সেই টেস্ট ও পুরো সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন ক্যাম্প শুরু করেছে আজ সোমবার (২৯ মে) থেকে। ঘোষণা করা হয়েছে ২৬ সদস্যের স্কোয়াড। সেখানেও নেই মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহকে বহুদিন ধরেই কথিত বিশ্রাম দিচ্ছে বিসিবি। কবে দলে ফিরবেন তার নিশ্চয়তা নেই। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল মাহমুদুল্লাহর না থাকা প্রসঙ্গে গণমাধ্যমকে খুব বেশি কিছু বলেননি। তিনি বলেন, “থাকলে তো প্র্যাকটিসেই দেখতেন।”
প্রথম কয়েকদিনের ট্রেনিংয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ। ছুটিতে থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি। ৩ জুন ঢাকা ফিরবেন। ক্যাম্পের দেখাশোনা করছেন সহকারী কোচ নিক পোথাস।
আজ থেকে সিলেটে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় ও শেষ চারদিনের টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের দলে থাকার কারণে ক্যাম্পে থাকতে পারবেন না মুমিনুল হক-শরীফুল ইসলামসহ স্কোয়াডে ড্ক পাওয়া মোট পাঁচ ক্রিকেটার। টেস্ট শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে না থাকার সম্ভাবনা আছে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। সেক্ষেত্রে দায়িত্ব সামলাতে পারেন লিটন কুমার দাস।