সঞ্জয়ের পকেটে এখন মাত্র ৪৫০ রুপি!
খটকা লাগছে নাকি? বলিউডের মহাতারকা সঞ্জয় দত্তের কথাই বলা হচ্ছে কিন্তু! এতদিন সিনেমা করে যত কাঁড়িকাঁড়ি টাকা-পয়সা কামাই করা হোক না কেন, সঞ্জয়ের পকেটে কিন্তু এখন সর্বসাকল্যে সাড়ে ৪০০ রুপিই রয়েছে। আর এটা তাঁর পরিশ্রমে উপার্জিত অর্থই বটে! টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, ইয়েরওয়াড়া জেল থেকে আগামীকাল মুক্তির আগে এই অর্থ নিয়েই বেরোবেন ‘মুন্নাভাই’।
আগামীকাল সকাল ৯টার সময় জেলজীবন থেকে চূড়ান্ত মুক্তি (আপাতত!) পেতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। তাঁর সাজার মেয়াদ ছিল পাঁচ বছরের। এর মধ্যে দীর্ঘ সময় আবার তিনি প্যারোলে ছুটি নিয়ে কাটিয়েছেন বাইরে। ভালো আচরণের জন্য নির্ধারিত মেয়াদের বেশ খানিকটা আগেই মুক্তি পাচ্ছেন তিনি বলে এর আগে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ইয়েরওয়াড়া জেলখানার সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, সঞ্জয় একজন ‘মধ্যম দক্ষতাসম্পন্ন শ্রমিক’ হিসেবে কাজ করতেন। এ কাজের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে দৈনিক পেতেন ৫০ রুপি। ইয়েরওয়াড়া জেলে তিনি কাগজের ব্যাগ এবং ঠোঙা বানানোর কাজ করতেন।
এই হিসেবে পাঁচ বছরে তাঁর মোট আয় হওয়ার কথা ছিল প্রায় ৪০ হাজার রুপির মতো (মাঝে বিভিন্ন মেয়াদে আড়াইশো দিনের ছুটির হিসাব বাদ দিয়ে)। তারপরেও কেন মাত্র সাড়ে ৪০০ রুপি পকেটে নিয়ে সঞ্জয়কে বেরোতে হচ্ছে, সে বৃত্তান্তও জানা গেছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে।
সঞ্জয় জেলে থাকাকালীন ক্যান্টিন থেকে অনেক কিছু কিনতেন। এ কারণে এই উপার্জন করা অর্থের কিছুই বলতে গেলে অবশিষ্ট থাকেনি। খরচের হিসাব বাদ দেওয়ার পরে মোট উপার্জন থেকে সাড়ে ৪০০ রুপিই পাবেন তিনি।
এতদিন কাজ করে শেষটায় এত কম উপার্জন নিয়ে বেরুচ্ছেন—সঞ্জয়ের কি মন একটু খারাপ হয়ে যাচ্ছে? এমন রসিকতা হয়তো তাঁর নিকটজনেরা করতেই পারেন। তবে তাঁর মেয়ে ত্রিশালার করা টু্ইটের মতো করে বলা যায়—মুন্নাভাই ইজ ব্যাক! মানিব্যাগ ফাঁকা থাকুক আর ভরা, তাতে কী বা আর আসে যায়!