বঙ্গবন্ধুর নীতিতেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই শান্তি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ সোমবার (২৯ মে) ময়মনসিংহ শহরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শরীফ আহমেদ বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়’ বঙ্গবন্ধুর এই নীতিতেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ শুরু করে। জীবন উৎসর্গ করে তারা শুধু দেশের মুখ উজ্জ্বলই করেনি, সফল করেছে সকল শান্তিপ্রিয় রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টাকে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকা অনন্য। গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করায় বার বার তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে। তবুও, জীবনবাজি রেখে আপসহীন নেত্রী স্মার্ট বাংলাদেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।’
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ইমরান হাসান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রমুখ।
আলোচন সভার আগে দিবসটি উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে শেষ হয়।