ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১৪ জুন। যাত্রার ১০ দিন আগের টিকেট বিক্রি করা হবে এদিন। অর্থাৎ, প্রথম দিনে ২৪ জুনের টিকেট দেওয়া হবে। অগ্রিম টিকেট বিক্রি চলবে ১৮ জুন। এদিন ২৮ জুনের টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
আজ মঙ্গলবার (৩০ মে) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় উপলক্ষে আটটি বিশেষ ট্রেন চলবে। এসব ট্রেনের টিকেট শুধু অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা থেকে বর্হিগামী আন্তনগর ট্রেনগুলোতে মোট ২৯ হাজার আসন হবে।’
ঈদের পরের জন্য ফিরতি টিকেট বিক্রি হবে ২২ জুন থেকে। ওদিন ২ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে। ২৬ জুন বিক্রি হবে ৬ জুলাইয়ের ফিরতি টিকেট।