রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনায় যে উৎসব শুরু হয়েছিল, তা এখনও চলমান। নতুন উপলক্ষ অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। যা অনুষ্ঠিত হচ্ছে আর্জেন্টিনার ঘরের মাঠে। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো জিতে নিজ দেশের মানুষদের আনন্দের ভেলায় ভাসাচ্ছেন যুবারা।
আজ আবার আনন্দের উপলক্ষ এনে দেওয়ার পালা মেসি-মারিয়াদের উত্তরসূরিদের। যুব বিশ্বকাপে আজ বুধবার (৩১ মে) বাংলাদেশ সময় দিনগত রাত তিনটায় রাউন্ড অব সিক্সটিনে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার স্যান জুয়ান স্টেডিয়ামে নকআউটে নামবে আলবিসেলেস্তেরা।
একই দিন তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে।
আর্জেন্টিনা ও নাইজেরিয়ার যুবারা এর আগে দু্ইবার মুখোমুখি হয়েছিল। যাতে আর্জেন্টিনার জয় একটিতে, অপরটি হয়েছে ড্র। তবে, আকাশী-নীলদের বর্তমান ফর্ম কথা বলছে তাদের হয়েই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে নাইজেরিয়া। অন্যদিকে ৫-০ গোলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।
আজ মাঠে নামবে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল। স্তাদিও সিউদাদ দে লা প্লাতে স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইতালির কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিককে ৬-০ গোলে বিধ্বস্ত করে সেলেসাওরা। শেষ ম্যাচে হারায় নাইজেরিয়াকে।
এর আগে কখনোই ব্রাজিল ও তিউনিসিয়া একে অপরের মুখোমুখি হয়নি। এবারই প্রথম দুই দল একে অপরের বিপক্ষে নামবে। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নেইমার-সিলভাদের উত্তরসূরির ব্রাজিল কেমন করে, সেটিই এখন দেখার পালা।