রিয়াল ছেড়ে সৌদি ক্লাবে যাচ্ছেন বেনজেমা?
মেসি-রোনালদোর পর এবার রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে লোভনীয় প্রস্তাব সৌদি ক্লাবের। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, ক্লাবটির নাম আল ইত্তিহাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরকে পেছনে ফেলে সদ্য শেষ হওয়া মৌসুমে প্রো লিগের শিরোপা জেতে ক্লাবটি।
আজ বৃহস্পতিবার (১ জুন) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইত্তিহাদে যাওয়ার ব্যাপারে এরইমধ্যে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন ফরাসি তারকা। শুধু তাই নয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়ালকে বিদায় জানাতে চান বেনজেমা।
এমনকি রুদ্ধশ্বাস মিটিংয়ে পেরেজ বেনজেমাকে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে গেলেও ফরাসি ফরোয়ার্ড তা এড়িয়ে গেছেন। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, মাদ্রিদকে তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি চুক্তি নবায়ন করতে চান না।
সেই হিসেবে লিগের শেষ ম্যাচটাই হতে পারে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ। সে হিসেবে আগামী ৪ জুন অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে পারে বেনজেমার রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে।
যদিও এই বিষয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন বেনজেমা। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা জানান, ‘আমি যেহেতু এখনও মাদ্রিদে আছি, তাহলে কেন আগামীতে কি হবে সেগুলো নিয়ে ভাবা হচ্ছে? তা আমার সত্যিই অবাক লাগে। আর ইন্টারনেটে যা ছড়ায় তার সব তো সত্য নয়।’
নিজেদের শক্তি আরও বাড়াতেই বেনজেমাকে দলে নেওয়ার ইচ্ছাপোষণ করেছে ইত্তিহাদ। দুই বছরের জন্য ফরাসি তারকাকে মোটা অঙ্কের অর্থ দিতে প্রস্তুত ক্লাবটি। ইত্তিহাদের এমন লোভনীয় প্রস্তাবে নাকি রাজি হয়েছেন বেনজেমা। এখনও এই বিষয়ে পরিস্কার কিছু জানা না গেলেও রোনালদোর পর বেনজেমাকে সৌদি লিগে দেখতে মুখিয়ে সমর্থকরা।