বিদেশ ভ্রমণে বাড়ছে কর
‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ উত্থাপন হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ার কথা তুলে ধরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন। এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। যেখানে বেড়েছে বিদেশ ভ্রমণের কর।
সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী সড়ক পথে ভারতে গেলে এক হাজার টাকা, বিমানে গেলে দুই হাজার টাকা, কাছাকাছি যেকোনো দেশে চার হাজার টাকা আমেরিকা ও ইউরোপে গেলে ছয় হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে।
আগে যেকোনো স্থল বন্দর দিয়ে প্রতিবার ভারতে যাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের (১২ বছর বা তার বেশি) ভ্রমণকর ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৫–১২ বছর) জন্যে ভ্রমণকর ২৫০ টাকা দিতে হতো।
এদিকে বর্তমানে আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে যে কর দিতে হতো সেটাও বেড়ে হচ্ছে দুই হাজার টাকা। আর অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীকে তিন হাজার টাকা কর গুণতে হয়। এটি বেড়ে দাঁড়াচ্ছে চার হাজার টাকা।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাবিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। আজ দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।