তিন হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
এইচপি ইনকরপোরেশন এ বছর তিন হাজার জনবল ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এইচপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এইচপির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে সর্বমোট ৩৩ হাজার ৩০০ জনকে ছাঁটাই করা হবে।
এর মধ্যে এইচপি ইনকরপোরেশনে ছাঁটাই করা হবে তিন হাজার ৩০০ কর্মীকে। এঁদের মধ্যে এক হাজার ২০০ কর্মীকে এ বছরই প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিতে হবে।
গত বছরের শেষ প্রান্তিকে এইচপির মুনাফা কমেছে ১২ শতাংশের মতো। কমেছে এইচপির তৈরি পিসি ও প্রিন্টারের বিক্রিও। গত জানুয়ারি মাসে এইচপির আয় কমেছে ১৩ শতাংশের মতো।
বিশ্বজুড়েই এইচপির পিসি বিক্রি আশঙ্কাজনক হারে কমছে। এমনকি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১০ মুক্তি পাওয়ার পরও এইচপি তাদের পিসি বিক্রিতে কোনো অগ্রগতি করতে পারেনি।
এইচপির করপোরেট ক্রেতারা প্রিন্টিংয়ের খরচ কমিয়ে আনায় প্রিন্টার বিক্রিতেও চলছে মন্দা। এর পাশাপাশি সাধারণ ক্রেতারা প্রিন্টারের বদলে মোবাইল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন।
আর সব মিলিয়ে তাই প্রতিষ্ঠানটির আয় ও ব্যয়ের হিসেবে তারতম্য বেড়েই চলছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।