ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ফল প্রকাশ কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও চারুকলা ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (৫ জুন) দুপুর ১ টায় প্রকাশ করা হবে। আজ রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল প্রকাশের পরই তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) থাকবে। এ ছাড়া ফলাফল ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল ৫ জুন সোমবার দুপুর ১ টায় প্রকাশ করা হবে।’ আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।’