পাটের ন্যায্য মূল্য না পেলে চাষিরা অন্য ফসলে চলে যাবে : পাটমন্ত্রী
এখনও পাট উৎপাদনের সঙ্গে লাখ লাখ পরিবার জড়িত। তাই পাটের দাম বৃদ্ধি ও বাজার মূল্য না পেলে চাষিরা পাট চাষ ছেড়ে দিয়ে অন্য ফসলে চলে যাবে। আজ রোববার (৪ জুন) দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এখনও বাজারে প্লাস্টিক ব্যাগের মধ্যে চাল বাজারজাত হতে দেখা যায়। পাট পণ্যের ব্যবহারে আইন আমরা করেছি, তাই স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজর দিতে হবে।’
‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে শহরের অম্বিকা হলে চার দিনব্যাপী মেলা চলবে। পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ২২টি স্টল বসেছে।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনু বিভাগ মো. মাহমুদ হোসেন, পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ পাট অধিদপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তারা।