আপনার জিজ্ঞাসা
যুবকরা গুনাহ থেকে কীভাবে নিজেকে হেফাজত করবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০২৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, যুবকরা গুনাহ থেকে কীভাবে নিজেদের হেফাজত করবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : যুবকরা গুনাহ থেকে কীভাবে নিজেদের হেফাজত করবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তারুণ বা যৌবনের শুরুতেই মানুষ বিভিন্ন রকমের বিভ্রান্তিতে পড়ে যান। নৈতিকতা হারিয়ে ফেলেন। এই সময় যে দৈহিক অবস্থা থাকে তাতে করে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইসলাম এই জন্যই যুবকদের নৈতিকতা রক্ষার জন্য কয়েকটি দিকনির্দেশনা দিয়েছেন। ইসলামের এই নির্দেশনা গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো—সামর্থ্য থাকলে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। বিয়েতে বিলম্ব না করা। কারণ বিয়ে মানুষকে যে কোনো গুনাহ থেকে রক্ষা করতে পারবে। দ্বিতীয়ত, দৃষ্টিকে সামলে রাখা। দৃষ্টিকে হেফাজত করলে অনেক কিছুই ঠিক থাকে। দৃষ্টি নৈতকতা ঠিক রাখে। তৃতীয়ত, লজ্জাস্থান হেফাজত করা। যাতে কোনোভাবেই লজ্জাস্থানের অবব্যবহার যেন না হয়। নারীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। কারণ এটায় দুই পক্ষেরই অবক্ষয় হবে। আর যুবকরা এই সময়ে বেশি বেশি সিয়াম পালন করবে। সিয়াম অনেক কিছুকেই নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে। সিয়ামের কারণে মানুষ আর ভুল পথে যায় না। এরপর যেটি হলো—নারী-পুরুষের অবাদ ব্যবস্থায় চলাচল না করা। এমন জায়গায় গেলে অবক্ষয় হতে পারে। এ ছাড়া কোনো নারীর সঙ্গে একাকী মিলিত না হওয়া। সেটা টেলিফোন-ফেসবুকেও হতে পারে। এসব থেকে নিজেকে দূরে রাখা। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—অধিক পরিমানে আল্লাহর কাছে দোয়া চাওয়া।