সশরীরে সমাবর্তন চায় সাত কলেজের শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল সমাবর্তন বাতিলের করে সশরীরে সমাবর্তন দেওয়ার দাবি জানিয়েছে। এই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে একটি স্মারকলিপি দিয়েছেন। সাত কলেজ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ নামে সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।
আজ সোমবার (৫ জুন) দুপুরে স্মারকলিপি দেওয়ার সময় সাত কলেজ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সমন্বয়ক আল আমিন আটিয়াসহ হাছান তারেক, রাছেল হোসেন, হুসাইন, তারেক আজিজ ও কাওছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সত্ত্বেও আমরা যথেষ্ট অবজ্ঞার শিকার হচ্ছি। যেখানে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের সমবর্তন স্বশরীরে ও আনন্দঘন পরিবেশে পালন করা হয়, সেখানে আমাদের অনলাইনে সমাবর্তন হয়। আমরা অনলাইন সমাবর্তনের বাতিলের দাবি জানাচ্ছি এবং সশরীরে সমাবর্তনের জন্য সাত কলেজের শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো একটি কলেজের মাঠে বা অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার জন্য আর্জি জানাচ্ছি।'