ডেইলি স্টারকে আইনি নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মেয়র তাপসের
মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (৭ জুন) ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিশ পাঠান।
নোটিশে ডেইলি স্টার কর্তৃপক্ষের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অন্য দুজন হলেন—ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, সংশ্লিষ্ট লেখক নাজিবা বাশার। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা রিপোর্ট অপসারণ এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আইনজীবী মেজবাহুর রহমান বলেন, “ডেইলি স্টার পত্রিকা ও অনলাইন ভার্সনে রিপোর্ট বা কলামের লেখাটার শিরোনাম ছিল ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটির টাইটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃত করে লেখা হয়েছে, ‘ধোঁকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে এক ধাপ এগিয়ে আছে’। শুধু তাই নয়, মেয়র ফজলে নূর তাপসের নামকে বিকৃত করে লেখা হয়েছে। এমনকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সম্পর্কে একটি জঘন্য মন্তব্য করেছেন।”
মেজবাহুর রহমান আরও বলেন, ‘এই ধরনের বক্তব্যগুলো আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এই রিপোর্ট দেখে মেয়র মহোদয় আমাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা নোটিশ পাঠিয়েছি।’
আইনজীবী মেজবাহুর রহমান আরও বলেন, ‘নোটিশে আমরা দুটি জিনিস চেয়েছি—একটি হলো অনলাইন ভার্সনে থাকা লেখা অপসারণ ও বিবৃতি। পাশাপাশি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ। সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা কোনো পদক্ষেপ না নিলে মেয়রের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’