প্রতারণা মামলায় স্কুল শিক্ষিকার কারাদণ্ড
প্রতারণার মামলায় তানিয়া আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। একইসঙ্গে প্রতারণার ৩৮ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত গত ৫ জুন এ রায় দেন। তবে, বিষয়টি আজ বুধবার (৭ জুন) জানাজানি হয়।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক রাঙ্গামাটির নানিয়ারচর ইউনিয়নের বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, ‘২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি (সিআর মামলা নং-৩৯৯/১৯) আনোয়ার ই তাসলিমা বাদি হয়ে সহকারী শিক্ষক তানিয়া আক্তারের বিরুদ্ধে মামলাটি করেন। গত ১৫ জানুয়ারি বাদির স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২১ শে মার্চ ধার্য তারিখে শেষ হয় যুক্তিতর্ক। এরপর ৫ জুন রায় ঘোষণা করেন আদালত।’
জসিম উদ্দিন সরকার বলেন, ‘এ মামলায় আসামি প্রথমে জামিন নিলেও, পরে আর আদালতে হাজির হননি। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’
মামলার বাদি তাসলিমা জানান, আসামি তানিয়া তার পূর্ব পরিচিত। বড় হয়েছেন একসঙ্গেই। সেই সূত্র ধরে তিন মাসের জন্য তানিয়া তাসলিমার কাছ থেকে ৩৮ লাখ টাকা ধার নেয়। তবে, পরবর্তীতে সেই টাকা ফেরত দেননি তানিয়া। এমনকি, যোগাযোগও বন্ধ করে দেয়।
তাসলিমা বলেন, ‘তানিয়া আমার কাছে ৩৮ লাখ টাকা থার চায়। আমি সরল বিশ্বাসে দুটি চেকের মাধ্যমে তাকে টাকা দিয়েছিলাম। টাকা নেওয়ার পর থেকে সে আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি তানিয়ার মা ও বোনকে জানালে তারা আমাকে হুমকি দেয়। আদালতের এ রায়ে আমি সন্তুষ্ট।’