আশুগঞ্জে বজ্রপাতে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতের হৃদয় (২২) নামে এক যুবক নিহত এবং উজ্জ্বল নামে আরেক যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ও আহত উজ্জ্বল সারকারখানা মার্কেটের কাছে জামগাছতলায় দাঁড়িয়েছিলেন।
নিহত হৃদয়ের চাচাতো ভাই খোকা বাবু জানান, আজ বিকেল আনুমানিক পৌনে ৪টায় হৃদয় এবং উজ্জ্বল সারকারখানা সংলগ্ন মাঠ থেকে মহিষ আনতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন তাঁরা দুজন সারকারখানা মার্কেটের কাছে জামগাছতলায় আশ্রয় নেন। আনুমানিক পরে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তাঁরা আহত হন। এতে গুরুতর আহত হয় হৃদয়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় রেলগেইটে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃতঘোষণা করেন।
খোকা বাবু আরও জানান, হৃদয় চরচারতলা গ্রামের জসিম মিয়ার গরু-মহিষ মোটাতাজাকরণ খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, ‘বজ্রপাতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। নিহত এবং আহতের খোঁজখবর নিয়ে বিধি অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।’