চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় মো. জহির (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি জহির আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত জহির কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।
জানা গেছে, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় র্যাব-৭ এর সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জহিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ‘ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রোহিঙ্গা যুবক জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামি জহির জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।’