শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ তালেবান রাষ্ট্র হবে : নজরুল
আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের মানুষের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামীতে বঙ্গবন্ধকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ তালেবান রাষ্ট্রে পরিণত হবে। রাস্তায় রাস্তায় পড়ে থাকবে লাশ।
সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আজ শুক্রবার (৯ জুন) বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, ‘১৯৭৫ সালে ঘাতকরা সপরিবারে হত্যা করলেও সেদিন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে বলেই দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা নৌকাকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানালে দেশের মানুষের অভাব অনটন থাকবে না।’
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৯নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর মালিকদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ উপলক্ষে আওয়ামী লীগ এ অনুষ্ঠান আয়োজন করে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন টিপুর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উত্তর সাতকানিয়া যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিচ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগনেতা মোস্তাফিজুর রহমান ও মফিজুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে গত ২ জুন শুক্রবার সকালে ধর্মপুর ইউনিয়নের জলদাশপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিটন দাশ, সুদর্শন দাশ, রাজকুমার দাশ, সাধন দাশ, বিবেক দাশ, হেমন্ত দাশ, বসন্ত দাশ, নকুল দাশ, সোহাগ দাশ, কৃষ্ণ পদ দাশ, সুরেশ দাশ, সুরঞ্জন দাশ, বজ্রলাল দাশ, বাহাদুর দাশ, বজবাশি দাশ, কালাবাশি দাশ, অঞ্জলি দাশ, ময়না দাশ, রূপন দাশ, সন্তোষ দাশ, সুভাষ দাশ ও গৌরাঙ্গ দাশের পরিবারের কাছে উন্নতমানের ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন।