খাবারের প্লেট হাতে খোশগল্প, কোহলির ওপর ক্ষেপলেন সমর্থকরা
ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরইমধ্যে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান পাহাড় টপকাতে গিয়ে ব্যর্থতার পরিচয় দেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে ব্যাটিং ব্যর্থতার জন্য নয়, কোহলি আলোচনায় অন্য কারণে।
গতকাল শুক্রবার (৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৯ রানে জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যাট হাতে কোহলি করেন ৩১ বলে ১৪ রান।
ভারতীয় ক্রিকেট দল যখন কঠিন সময়ের মধ্য দিয়ে এগোচ্ছিল, সেইসময় বিরাট কোহলির মুখে চিন্তার লেশমাত্র দেখতে পাওয়া যায়নি। উল্টো তিনি তৃপ্তি করে নিজের পেটপুজো করছিলেন।
এই ঘটনার ভিডিও খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখতে পাওয়া যায়, বিরাট কোহলি আউট হয়ে ফিরতে না ফিরতেই ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে ক্যামেরার সামনেই খেতে শুরু করেছেন। এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়। বিরাটের এমন আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
ভারতীয় ক্রিকেট দল যখন কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, তখন কোহলি কীভাবে নিশ্চিন্ত হয়ে নিজের খাবার মুখে তোলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, মধ্যাহ্নভোজের বিরতিতে বিরাট কি কিছু না খেয়েই আবার মাঠে নেমেছিলেন? সেই উত্তর এখনও অবশ্য পাওয়া যায়নি।