নারী আইনজীবীকে ওড়না পেঁচিয়ে হত্যা : দুই আসামির আমৃত্যু কারাদণ্ড
প্রায় এক যুগ আগে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাসেল জমদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল।
আজ রোববার (১১ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আসামিরা চুরির করতে আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় যায়। এরপর তারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরদিন ২০১৩ সালের ১ জানুয়ারি তার স্বামী মাহবুব-ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালীন মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।